মেয়েটিকে পাওয়া গিয়েছে,জোরারগঞ্জ থানায় আছে-
-

কামরুল হাসান,মীরসরাই।     

অদ্য 24/04/2019খ্রিঃ তারিখ রাত অনুমান 08.20 ঘটিকার সময় জোরারগঞ্জ থানাধীন চিনকি আস্তানা রেল লাইনের পাশে একটি মেয়ে কান্না করিতে দেখিয়া স্থানীয় লোকজন জোরারগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে জোরারগঞ্জ থানার এসআই/মোঃ মুক্তার হোসেন ভূইয়া (মোবাইল-01818-123695), সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করিয়া মেয়ের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে মেয়ে কিছুই বলিতে পারে নাই। বর্তমানে মেয়েটি জোরারগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছে। যদি কোন ব্যক্তি মেয়েটিকে চিনেন তাহলে জোরারগঞ্জ থানায়, যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। জোরারগঞ্জ থানার মোবাইল নম্বর- 01769694513