সীতাকুণ্ডে সংগীত শিক্ষক বিজন নন্দী (৩৮) পরলোক গমন করেছেন। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি পৌরসভার পশ্চিম মহাদেবপুর এলাকার বাসিন্দা সাধন চন্দ্র নন্দী ও মঞ্জু নন্দীর পুত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে বিজন ছিলেন দ্বিতীয়।
শনিবার দুপুর ২টায় সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের ব্যাসকুণ্ড পাড় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি সীতাকুণ্ডের সাংস্কৃতিক সংগঠন মুকুল সংগীত নিকেতনে দীর্ঘদিন ধরে শিক্ষাকতা করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইন, সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তীসহ নেতৃবৃন্দ।
এছাড়া শোক প্রকাশ করেন বিশিষ্ট সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার বাবু প্রদীপ ভট্টাচার্য, সাংস্কৃতিক সংগঠন মেঘমল্লার খেলাঘর আসর, বঙ্গবন্ধু শিশু কিশোর সংগঠন, মুকুল সংগীত নিকেতন, আলপনা সংগীত একাডেমী, সুরাঙ্গন খেলাঘর আসর, মাতৃভূমি সামাজিক সংগঠন, বারামখানা সাংস্কৃতিক সংগঠন, প্রতিভা সংগীত বিদ্যালয়, কচিকণ্ঠ সংগীত বিদ্যালয়, সুরলহরী বিদ্যা নিকেতন, লোকনাথ বিদ্যা নিকেতনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।