ঈদের গান
মনীশকে নিয়ে দীপিকা-রণবীরের টানাটানি

গান শোনার দিন শেষ হয়েছে অনেক আগেই। গানের সঙ্গে যেমন এসেছে মিউজিক ভিডিও, তেমনি শ্রোতা থেকে হয়েছেন দর্শক। ডিজিটাল দুনিয়ায় শ্রোতা-দর্শকদের কাছে এখন সবচেয়ে বড় আকর্ষণ ইউটিউবে গানের ভিডিও। নামীদামি সব শিল্পীর গানের ভিডিও ছাড়া নিয়ে চলছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা। বাংলাদেশেও এর বাইরে নয়। অডিও গান ছাড়ার চেয়ে গানের ভিডিওর দিকেই এখন নজর বেশি দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর। শুধু তাই-ই নয়, দর্শকদের কাছে ভিডিওকে বাড়তি আকর্ষণ করে তুলতে টিভি-সিনেমার নায়ক- নায়িকাদেরও গানে মডেল হিসেবে অভিনয় করানো হচ্ছে। বছরের বিশেষ দিনগুলোর মধ্যে ইউটিউবে সবচেয়ে বেশি ভিডিও প্রকাশিত হয় ঈদের সময়। প্রতিযোগিতায় টিকে থাকতে ভিডিওগুলোও তৈরি হয় বড় বড় বাজেটে। ঈদুল ফিতর সামনে রেখে এরই মধ্যে দেশের অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো গানের ভিডিও নির্মাণে তোড়জোড় শুরু করে দিয়েছে। ঈদে কোন কোন প্রতিষ্ঠান কতগুলো গানের ভিডিও ইউটিউবে প্রকাশ করবে এখন হিসাব চলছে তারই।

বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, গতবারের চেয়ে এবার বাড়ছে গানের মিউজিক ভিডিও সংখ্যা। এটার বড় কারণ অবশ্যই ঈদুল ফিতর। এর বড় কারণ শ্রোতা-কাম দর্শকদের সাড়া। যেমন গত বছর প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল থেকে প্রকাশিত হয় মাত্র একটি গান। প্রিতম ও শাহতাজের গাওয়া ‘জাদুকর’ শিরোনামের গানটি বেশ সাড়াও ফেলে। কিন্তু এ বছর ঈদে হাবিব, মিনার, প্রীতমসহ বেশ কয়েকজন শিল্পীর একাধিক গানের ভিডিও আসবে প্রতিষ্ঠানটি থেকে। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘আমরা ভালো গানের ভালো মানের ভিডিওর দিকে নজর রেখে কাজ করি। এবার ঈদে গানচিল থেকে তিন-চারটি গানের ভিডিও তৈরির প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে গত ঈদে মাত্র দুটি গানের ভিডিও প্রকাশ করে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। তবে এবার আর পিছিয়ে থাকবে না তারা। এবার কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, ধ্রুব গুহ, লুত্ফর হাসান, ইমরান ও কর্নিয়া বেশ কয়েকটি গানের পাঁচটি ভিডিও ছাড়ার কথা রয়েছে। এ ব্যাপারে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘গত বছর ঈদের সময় প্রতিষ্ঠানটি নতুন ছিল। এখন প্রতিষ্ঠানটির কাছে দর্শক-শ্রোতাদের চাহিদা বেড়েছে। তাঁদের চাওয়ার দিকটি মাথায় রেখেই ভিডিও নির্মাণ করছি।’

এবারের ঈদে তাহসান, ইমরান ও তানজিব সারোয়ারের গানের তিনটি ভিডিও প্রকাশ হবে বলে জানান সিডি চয়েজের কর্ণধার জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘গত বছর আমাদের চারটি গানের ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। তবে এবার এখনো পর্যন্ত তিনটির কথাবার্তা চূড়ান্ত আছে। আরও দুটি বাড়তে পারে।’

এবারের ঈদেও মাত্র দুটি গানের ভিডিও ইউটিউবে প্রকাশ করবে অডিও ও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। একটি গেয়েছেন পড়শি, আরেকটি রনি। প্রতিষ্ঠানটির কর্ণধার শেখ সাহেদ আলী বলেন, ‘বছর দু-এক হলো প্রতিষ্ঠানটি নতুনভাবে শুরু করেছি। আস্তে আস্তে এগোচ্ছি।’

ঈদুল ফিতরে বাংলার ঢোল থেকে প্রয়াত শিল্পী বারী সিদ্দিকীর মেয়ে এলমা সিদ্দিকীর দুটি গানের ভিডিও প্রকাশিত হবে। এরই মধ্যে সেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া জি সিরিজ, লেজার ভিশনসহ আরও বেশ কয়েকটি অডিও ও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান আসন্ন ঈদুল ফিতরে গানের বেশ কিছু গানের ভিডিও প্রকাশ করবে। তবে এখনই কিছু চূড়ান্ত হয়নি।