চট্টগ্রামস্থ মিরসরাই অ্যাসোসিয়েশন এর বার্ষিক পুনর্মিলনী সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান ২০১৯ সম্পন্ন
=================================
চট্টগ্রামস্থ মিরসরাই অ্যাসোসিয়েশন এর বার্ষিক পুনর্মিলনী সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান ২০১৯ সম্পূর্ণ।
কামরুল হাসান, মীরসরাই ।
গতকাল ২৫ এপ্রিল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে এই বার্ষিক পূর্ণমিলনী সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান ২০১৯ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মিরসরাইয়ের মাননীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এ বি এম কামাল উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মিরেশ্বরাই অ্যাসোসিয়েশন এটি আমার প্রাণের সংগঠন। প্রতি বছর এই দিনে এই সংগঠনের দ্বারা মিরসরাইবাসীর মিলন মেলা ঘটে চট্টগ্রাম নগরীতে। মিরেশ্বরাই অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদেরকে বিমোহিত করেছে। সংগঠনটি জনকল্যাণমূলক এবং জনসেবা মূলক কর্মকান্ড তারা ভবিষ্যতে আরো এগিয়ে যাবে এই প্রত্যাশায় করি।এ সময় জাতীয় নির্বাচনে মিরেশ্বরাই বাসি অভূতপূর্ব ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অ্যাসোসিয়েশনসহ মিরসরাইবাসির কাছে চির কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।তিনি আরো বলেন,মিরসরাই অ্যাসোসিয়েশন দ্বারা মিরসরাইবাসীর উন্নয়ন সাধিত করার জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার অ্যাসোসিয়েশনের সুবিধার্থে আমি তা গ্রহণ করব।এ সময় তিনি আরো বলেন,মিরসরাইবাসী সহ এই সংগঠনের পাশে থেকে মিরেশ্বরাই বাসি উন্নয়ন করার জন্য নিজেকে সারা জীবন মিরসরাইবাসির জন্য উৎসর্গ করবো।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই অ্যাসোসিয়েশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের(ডিজিএম) এম এ তাহের,চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের আইসিটি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল,মিরসরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শেখ মোঃ আতাউর রহমান,মিরসরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন,ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান সহ উপজেলা থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ।