সীতাকুণ্ড প্রতিনিধি । ।
ফেনীর নুসরাত জাহান, মুন্সীগঞ্জের সেতু মন্ডল ও গাজীপুরের মনিকা গোমেজ হত্যাসহ সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদ ও এসব ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সীতাকুণ্ড উপজেলা শাখা।
গত সোমবার পৌরসদরস্থ প্রেসক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিমল চন্দ্র নাথ, সহ-সভাপতি আর.সি দাশ রবিন্স, সুলাল দাশ সুনীল, ডাঃ সজল শীল, সাধারণ সম্পাদক স্বপন কুমার বণিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী।
স্বপন নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম বাহার, সঞ্জীব দে রেড্ডি, এ কে এম মছিউদ্দৌলা, আ’লীগ নেতা দুলাল দে, সুমন দাশ, সেতু দাশ, বিপ্লব নন্দী, মানস অধিকারী প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে দিন দিন নারী নির্যাতন, খুন, ধর্ষণ বাড়ছে। জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। তাই সকলকে নিজ নিজ এলাকা থেকেই এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।