চট্টগ্রাম রেলওয়ে ওসির সাথে, তৃতীয় লিঙ্গের হিজড়াদের সাথে মতবিনিময়।
-

কবির শাহ্ দুলাল।    
এরা সকলেই তৃতীয় লিঙ্গের মানুষ। ওসির বাম পাশে দাড়ানো তাদের সভাপতি ফাল্গুনি হিজরা। তাদের সাথে কথা বলে জানা গেল অনেক কিছু। তারা কথা দিয়েছেন এখন থেকে Chattogram Railway Station এ কেউ এদের কারনে আর ভোগান্তিতে পড়বেন না।

হিজড়ারা একটু ভালোবাসা পেলে সমাজের ক্ষতি করে না । তাদেরও মন আছে। পেট আছে ,
হিজরা/তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে যাদের ধারনা ছিল-ওরা ওদের ব্যবহার দিয়ে তা আমুল বদলে  দিল।

ওরাও মানুষ।সামান্য এক কাপ চা আর কিছু সময় এর বিনিময়ে চট্টগ্রাম রেলওয়ের   প্রাপ্তি-অনেক বিশাল!আল্লাহ ওদের সহ সকলকে ভালো থাকার তওফিক দান করুন।আমিন।

এবিষয়ে হিজড়াদের দলপতি বলেন, রেলওয়ে ওসির ব্যবহার ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছি।আমরা রেলওয়ে এলাকায় কোন রকম ঝামেলা করবো না।     
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ বলেন ,

হিজড়ারা বেশীরভাগ সময় যাত্রীদের বিভিন্ন রকম সমস্যা তৈরী করে। তাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তারাও রক্তে মাংসে গড়া মানুষ ।তাদের প্রতি ভালোবাসা দরকার ।সমাজে সকলের উচিৎ তাদের প্রতি সহমর্মিতা দেখানো উচিৎ ।

চাই কিছু পরিবর্তন - তা হল মানসিকতা। আপনি?