সীতাকুণ্ডের আলোকিত মানুষ মো,হোসেন পিতা-মৃত নুর আহম্মদ ফরায়জী
-

সীতাকুণ্ড উপজেলার অন্যতম আলোকিত একজন মানুষ। নাম-মোহাম্মদ হোসেন, পিতা- মৃত নুর আহাম্মদ ফরায়েজী, গ্রাম- উত্তর ফেদাইনগর,বারৈয়াঢালা,সীতাকুণ্ড,চট্টগ্রাম। ১৯৬৮ইং সনে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেনীতে স্নাতক ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে এল,এল,বি কোর্সে পড়াশোনা করেন। ১৯৬১ সন থেকে  দীর্ঘদিন ইউ,পি বোর্ড অফিসের সচিব ছিলেন। গ্রামে প্রতিষ্ঠা করেছেন- বড় দারোগা হাট হাই স্কুল, দীর্ঘদিন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া গ্রামে মসজিদ - মাদ্রাসা, মক্তব  প্রতিষ্ঠা করতে  অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। দীর্ঘদিন গ্রামের মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন। উনাকে গ্রামের সর্দার ও বলা হয়। উনার রয়েছে ৬ছেলে ১ মেয়ে। প্রত্যেকের যোগ্যতা  মাস্টার্স। ১ম ছেলে  -চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কন্ট্রোলারের দায়িত্বে রয়েছেন।২য় ছেলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক  হাসান ফেরদৌস। ৩-৬ নং  ৪ জন ছেলে বুয়েট ইঞ্জিনিয়ার,দুই পুত্রবধু বুয়েট ইঞ্জিনিয়ার।  ৫-৬নং ছেলে স্বপরিবারে অষ্ট্রেলিয়ায় বসবাস করেন। উনি দীর্ঘদিন বড়দারোগা হাট এ,আর উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। বয়স  ৮০ বছর।এ গুনী মানুষ টির জন্য সকলে দোয়া করবেন যাতে সুস্থ থাকেন।