মোঃজাহাঙ্গীর কাইয়ুম,বিশেষ প্রতিনিধিঃ
কর্ণফুলীতে বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদ বিরোধী প্রতিরোধ বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী থানা, সি,এম,পি, শিকলবাহা বীট নং- ১৪৫ এর আয়োজনে শনিবার উঠান বৈঠকে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শিকলবাহা বীট নং-১৪৫ এর এস আই,আলমগীর,সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দরবার শরীফ এর সাজ্জাদানশীলল আলমগীর আশরাফী, যুবলীগনেতা ওয়াহীদ আদনানা মুন্না,আবদুল করীম, ছাত্রলীগনেতা তাওছিপ আশরাফী, আহছান রেজা,ওয়াসীম সাজ্জাদ রবী,ওমর জিসান আকাশসহ প্রমুখ।