আর্ত্বমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখুন-সাংবাদিক ইউসুফ খাঁন
-

 

আজ ০২-০৬-২০১৯ ইং রোববার গুলিয়াখালী সিএনজি সংগঠনের উদ্যোগে চালক ও দূঃস্হ মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুর সোলেমানের প্রানবন্ত উপস্হাপনায় এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। বিশেষ অতিথি ছিলেন ৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান  নুরুল আমীন শফি। বক্তব্য রাখেন সিএনজি চালক সমিতির নেতা আবুল কালাম, যুবনেতা হাসেমসহ প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, আর্ত মানবতার সেবায় নিবেদিত প্রান হয়ে কাজ করুন। যে কোন মূল্যে সিএনজি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যের বিকল্প কিচ্ছুই নেই বলে অভিমত ব্যক্ত করেন তিনি। পরে প্রধান অতিথি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন ও বিশেষ অতিথি প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন শফি চালক ও দূঃস্হদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন। ।