জাহাজ ভাঙ্গা শিল্পে আবার দুর্ঘটনায় নিহত
সীতাকুণ্ডে একটি পুরাতন জাহাজ ভাঙা কারখানাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শ্রমিক নিহত হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার শীতলপুরে ম্যাক কর্পোরেশন নামে পুরাতন জাহাজ ভাঙ্গার ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এঘটনায় আরো ৬ জন আহত হয়েছে।
নিহতরা হলেন পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার গফফার মাতব্বরের ছেলে মোহাম্মদ রাসেল (২৫), একই উপজেলার আমজাদ ব্যাপারীর ছেলে নান্টু হোসেন (২৪) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া উপজেলার আবু তাহেরের ছেলে ছবিদুল (২৬)।
জানা যায়, মাষ্টার কাসেমের মালিকানাধীন ম্যাক কর্পোরেশন নামে ইয়ার্ডে নতুন আসা একটি জাহাজের ভেতরে মালামাল খুলতে গেলে পাম্প হাউজের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁডির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।