বিটিসিএল এর প্রায় শতকোটি টাকার সরকারী জায়গা পরিত্যক্ত হয়ে পড়ে আছে:
নুরুল কবির দুলাল ।
-----------------------------------------------
সীতাকুণ্ডের ফৌজদারহাট বাংলা বাজার সলিমপুরে সরকারী প্রায়(১৫০ একর)শত কোটি টাকার বিটিসিএল এর জায়গা পরিত্যক্ত হয়ে পড়ে আছে,কিছু জায়গা বেদখল হয়ে গেছে।
পরিত্যক্ত ঘরে বহিরাগত লোক বসবাস করছে। যেকোন সময় এসব জরাজীর্ণ ভবন ভেংগে বড় ধরনের বিপদ সংগঠিত হতে পারে। স্হানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন,এসব জায়গায় সরকারী হাসপাতাল,স্কুল কলেজ করে দিলে ভালো হয়। প্রশাসনের নজরে না আনলে ভবিষ্যতে আরো বেদখল হওয়ার সম্ভাবনা আছে। টেলিফোন ভবনে ৩টা ৫০মিনিটে গেলে গেইট বন্ধ পাওয়া যায়। তাছাড়া ভবনের ভেতর বাহিরে বাল্ব জ্বলছে,বিদ্যুৎ এর দারুন অপচয় হচ্ছে। তাই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রনালয়,জেলা পরিষদ,স্হানীয় প্রশাসনসহ সকলের উচিৎ সরকারী জায়গার সঠিক ব্যবহার করে একটা মেডিকেল কলেজ,কিংবা স্কুল,কলেজ প্রতিষ্টা করার ব্যবস্থা নেয়া।সীতাকুণ্ড মেডিকেল কলেজ নির্মাণ করা সময়ের দাবী।
নোট:কারো কাছে আরো কোন তথ্য থাকলে ইনবক্সে লিখুন।