কবির শাহ্ দুলাল
নগরীতে পার্ক জাতীয় জায়গাগুলোতে স্কুল টাইমে প্রেমিক প্রেমিকার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। দিনের বেলা স্কুল কলেজ ফাঁকি দিয়ে পার্কে বসে প্রেম করতে হবে কেন? কেউ কেউ আবার রাস্তায় প্রেম করার ও পক্ষে। এতে বাধা দিলে কিছু অর্বাচীন মানুষ এর বিরোধিতা শুরু করে, তারা স্কুল ফাঁকি দিয়ে প্রেম আর রাস্তায় খোলামেলা প্রেম করার পক্ষে। ভাল কথা। আমরা সব কিছুতেই এখন ইউরোপ আমেরিকার উদাহরণ দেই। কই ওদের ছেলে মেয়েরা তো স্কুল টাইমে পার্কে বসে প্রেম করে না, এমনকি স্কুল চলাকালে রাস্তায় ও স্কুল কলেজের কোন ছাত্র ছাত্রী দেখা যায় না। আমরা ওদের কাছ থেকে ফ্রি-প্রেম শিখেছি, কিন্তু ওরা যে দায়িত্ববান, ওরা যে জাতির ক্রান্তিকালে সবাই এক থাকে, ওরা যে সবাই ধর্ষণের বিপক্ষে থাকে, ধর্ষকের পক্ষে সাফাই গায় না সেটা আমরা শিখি না, নিজেদের জাত বৈশিষ্ট্য আমরা আমাদের আচরণেই দেখিয়ে দেই।
ওসি মঈনুর রহমানের পোস্ট হতে সংগৃহীত
।