চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সাবের আহমদের নীতিকথাঃ গতকাল দুপুর দুই ঘটিকার সময় বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাবের আহমেদ বলেন পরিকল্পিতভাবে আমাকে হত্যা মামলার সাথে জড়ানো হয়েছে আমি মাদকের বিরুদ্ধে সোচ্চার এবং তার বিরোধিতা করেছি বলেই আমাকে একটি গোষ্ঠী মামলার আসামি করে বদনাম করার অপচেষ্টা করেছেন মাত্র আমি এলাকায় মাদকমুক্ত করতে চাই তাই জনগণের সহযোগিতা কামনা করছি আমি নির্বাচিত হওয়ার পর আমার নির্বাচনী অঙ্গীকার ছিল মাদকমুক্ত করা আপনাদের সহযোগিতা ছিল বলে আজ আমি মিথ্যে মামলা থেকে জামিনে রয়েছি।
ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান ডেঙ্গু প্রতিরোধের সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছি,এ ছাড়াও শিশুদের টিকা নিয়ে স্বাস্থ্যকর্মীরা পঞ্চাশ থেকে একশো টাকা করে আদায় করছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন ব্যাপারটি আমি জানতাম না তবে ব্যবস্থা গ্রহণ করবো,প্রতিনিয়ত শিশুদের টিকার নামে সেই স্বাস্থ্যকর্মীরা পঞ্চাশ থেকে একশো টাকা করে নিয়ে যাচ্ছে দৈনিক একশ পরিবার থেকে এমনি করে অবৈধভাবে টাকা নিয়ে টিকা দিচ্ছে ও স্বাস্থ্যকর্মীরা,এভাবে অবৈধভাবে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার টাকা রোজগার করে যাচ্ছে।
টাকা নেওয়ার বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা কাদেরের সাথে কথা বললে তিনি অস্বীকার করেন কোনো ধরনের টাকা নেওয়ার কোনো নিয়ম নেই অবৈধভাবে এ টাকা গ্রহণ করেছে বলে তিনি জানান। প্রমাণীত হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে।
কাউন্সিলর সকলকে আসন্ন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ।