হিন্দু কন্যাদের পিতার সম্পদে অধিকার পাওয়ার আইন পাশ করা হউক
-

নুরুল কবির দুলাল।  
   
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ হিন্দু কন্যাদের পিতার সম্পত্তিতে যাতে অধিকার পায়,সেই আইন দ্রুত পাশ করা হোক।
------------------------------------------------------

আপনারা জ্ঞানী মানুষ। আপনাদের একটি কাহিনী বলি,যা শত ভাগ সত্য।
এক ভদ্রলোক চাকুরীজীবী মানুষ। প্রতিদিনের মত চাকরী করতে যায়,হটাৎ একদিন উনি দুঃঘটনায় মারা যান। তখন উনার এক ছেলে দশম শ্রেনীতে পড়েন,আর কন্যার বয়স ১০ বৎসর। উনার স্ত্রী সামান্য পৌরসভার আন্ডারে  একটি স্কুলে একটি চাকরী করতেন। তিনি যে বেতন পেতেন,তাতে ছেলে মেয়ে পড়াশুনা আর খাওয়ার খরচ কোন মতে চলে। উনার স্বামীর শহরে কোন বাড়ি ছিল না,ভাড়া বাড়িতে থাকতেন।স্বামীর দিকের আর্থিক অবস্থা ও ভালো নয়।

কিন্তু,উনার পিতার প্রচুর সম্পত্তি ছিল।পিতা প্রয়াত হওয়ার পর ঐ সম্পত্তির মালিক উনার পুত্ররা। এত সম্পত্তি,আজ থেকে ত্রিশ বৎসর আগে ও উনার প্রত্যেক ভাই আলীশান বাড়িতে থাকার পর ও ভাড়া দিয়ে ভাড়া হিসাবে পেতেন মিনিমাম ৫০ হাজার টাকা।আমি যে ঘটনার কথা বলছি,তা প্রায় ৩০ বৎসর আগের।

ঐ মহিলা ভাইদের বাড়ির একটি ছোট বাসা চাইলেন,যাতে উনার সন্তানরা শহরে মাথা গুজার একটি ঠিকানা পায়। ভাইরা, আমাদের সমাজের নেতাদের  মত না দেয়ার নাদিম শাহ্। দিলেন না থাকার জায়গা।

বহু কষ্ট সয়ে উনার বাঁকি জীবনে উনার বড় ছেলে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছে। মেয়েটি ও খুব ভালো ছাত্রী হওয়ার পর ও শুধু মাত্র আর্থিক দৈন্যতার কারণে উচ্চ শিক্ষা শেষ করতে পারে নি।

আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি সেই কাহিনী বার বার সৃষ্টি করতে চান??  একই রক্তের হওয়ার পর ও শুধু মাত্র স্বর্থের কারণে আপনার কন্যা, আপনার বোন'কে বঞ্চিত করতে চান??

আমার খুব দুঃখ হয়,হিন্দুরা নারী শক্তির উপাসনা করা জাতি,কিভাবে নারীদের বঞ্চিত করার ফিকির খুঁজছে?? এর চেয়ে লজ্জা, এর চেয়ে ভয়াবহ অধর্ম আর কি হতে পারে??

মাননীয় প্রধানমন্ত্রী,আপনি নিশ্চয় জানেন,শুদ্ধতা আর শুচিতার কথা বলে এক সময় "সতীদাহ প্রথা"কে ডিফেন্স করেছিল।কোলকাতার গড়ের মাঠে বিশাল সমাবেশ করেছিল।সেই দিন ব্রিটিশ সরকার নৈতিকতার পক্ষে নিয়েছিল। যারা এ বিপক্ষে দাঁড়িয়েছে,তাঁরা দয়া করে আমার সাথে আকাডেমিক ডিস্কাশানে আসুন।মাথা থাকলে ব্যাথা ও থাকবে।তাই বলে মাথা কেটে ফেলতে হবে??