সোনাইছড়ি যুবলীগ,ছাত্রলীগের শোকাবহ আগষ্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
সীতাকুণ্ড সোনাইছড়ি যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

নুরুল কবির দুলাল।  
   
জাতির জনক বঙ্গবন্ধু ও ১৫ আগষ্টে নিহত তাঁর পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে  সন্ধ্যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সোনাইছড়ি যুবলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ 

 এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইছড়ি যুবলীগের সহ-সভাপতি সেলিম উদ্দীন,সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নব গঠিত আহবায়ক কমিটির কার্যকরী সদস্য মহিউদ্দীন আহমেদ,সোনাইছড়ি ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাদেক আলী,যুবলীগ নেতা নুর উদ্দীন,ছাত্রলীগ নেতা যথাক্রমে বাপ্পী খন্দকার,নয়ন,সায়মন আবরার,ইফতি,রুমান,দিদার,রাকিব,আরাফাত প্রমুখ

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। সেদিন ঘাতকরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা বাঙালী জাতিকে কলংকিত করেছিল।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর শারীরিক মৃত্যু হলেও আদর্শিক বঙ্গবন্ধু চির ভাস্বরিত। নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।