প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন আজ
-

অনলাইন ডেস্কঃ
যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা পৌনেম১১টার দিকে তাকে বহনকারী বিমানের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, লন্ডনের স্থানীয় সময় বিকাল ৬টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। গত ১৯ জুলাই লন্ডনে যান প্রধানমন্ত্রী। সেখানে অবস্থানকালে ২০ জুলাই বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন তিনি। এরপর গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রপোচার সম্পন্ন হয়। ৩০ জুলাই টেলি-কনফারেন্সের মাধ্যমে ঢাকায় আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় যোগ দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। একইভাবে ১ আগস্ট কৃষক লীগের রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন টেলি-কনফারেন্সের মাধ্যমে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নিজের চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সরকারি কাজের খোঁজখবর রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোটেলে সময় কাটান পরিবারের সদস্যদের সান্নিধ্যে। এবারের সফরে চিকিৎসা চলাকালীন অবস্থাতেই প্রধানমন্ত্রী ব্রিটিশ লর্ডসভার সদস্য লর্ড আহমেদ ও কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন। ইউরোপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।