সলিমপুর ইউনিয়নের জনপ্রিয় মেম্বার জাবেদের ঈদ শুভেচ্ছা
সলিমপুর ইউনিয়ন পরিষদের সফল মেম্বার জাবেদ

ঈদ নিয়ে আসুক সূখ সমৃদ্ধি ও ভালোবাসা -জাবেদ মেম্বার 

প্রতিটা দিন হউক ঈদের মতো এই কামনা করেছেন আব্দুল জাবেদ মেম্বার৷ সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন খুবই ব্যস্ত পরিষদ৷তিনি সলিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ 

জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্জ্ব সালাউদ্দিনের কঠোর পরিশ্রমে নিজ পরিষদের উন্নয়ন কার্যক্রম চলছে বলে জানিয়েছেন।

জাবেদ মেম্বার কিছু দিন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব ও পালন করেছেন৷ 

জাবেদ মেম্বার তার নির্বাচনী ওয়ার্ডের জনগনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সর্বদা জনগনের মাঝে কাজের মাধ্যমে বেঁচে থাকতে চান ।