সীতাকুণ্ড বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সোনাইছড়ি যুবলীগের কিংবদন্তী সাধারণ সম্পাদক অহিদুল আলম চৌধুরী।
বিশ্ব মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ‘‘ঈদুল আযহা’’ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সোনাইছড়ি ইউনিয়ন শাখার পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মী এবং সীতাকুন্ডের সকল স্তরের মানুষ সহ দেশবাসীকে পবিত্র ‘‘ঈদুল আযহা’’র শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সোনাইছড়ি যুবলীগের সাধারণ সম্পাদক অহিদুল আলম চৌধুরী
শুভেচ্ছা বার্তায় ‘‘ বিডি ক্রাইম নিউজ’’কে অহিদুল আলম চৌধুরী বলেন, মহান ত্যাগ আর কোরবাণীর মহিমায় ভাস্বর মুসলিম উম্মার বৃহৎ ধর্মীয় উৎসব ‘‘ঈদুল আযহা’’ সোমবার আল্লাহ পাকের প্রতি অপার আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ‘‘ঈদুল আযহা’’ উদযাপিত হয়ে আসছে।
হযরত ইব্রাহিম (আঃ) এর আত্মত্যাগ ও অনুপম আদর্শে প্রতীকী নির্দশন হিসাবে প্রতিবছর পশু কোরবাণী দিয়ে থাকেন বিশ্বের মুসলমানরা।
পবিত্র ‘‘ঈদুল আযহা’’ উপলক্ষ্যে সীতাকুণ্ড বাসীর প্রতি ঈদের শুভেচ্ছা রইল,বিশেষ করে সোনাইছড়ি বাসীকে। পবিত্র ‘‘ঈদুল আযহা’’ জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক এটাই কামনা করছি। সীতাকুণ্ড হউক সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন। সবাইকে আবারো ঈদ মোবারক।