সীতাকুণ্ডবাসীকে উপজেলা চেয়ারম্যান মামুনের শুভেচ্ছা

মো,নুরুল কবির দুলাল৷ 

সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব এস এম আল মামুন যোগ্য পিতার যোগ্য সন্তান৷তার পিতা সীতাকুণ্ডকে আধুনিক সীতাকুণ্ডে রুপান্তর করেছেন।

সীতাকুণ্ডবাসী এখনো মরহুম এবিএম আবুল কাশেম মাস্টার এমপি কে শ্রদ্ধাভরে স্মরণ করেন৷তিনি প্রতিটা ইউনিয়ন,,ওয়ার্ড এ সমহারে কাজ করে সুনাম কুড়িয়েছেন৷

সীতাকুণ্ড কে শান্তির রোল মডেল হিসাবে কাজ করে চলেছেন,,আলহ্বাজ এসএম আল মামুন। তিনি উত্তর  জেলা আওয়ামী যুবলীগের সভাপতি হিসাবে দারুণ সফল একজন নেতা। ।  

আলহাজ্ব এসএম আল মামুন,,সীতাকুণ্ডের সকল রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগন কে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছাও অভিনন্দন জানিয়েছেন। । উপজেলা চেয়ারম্যান বলেন,,কোরবানি তে পশু জবাই দিয়ে মনের ভিতর পশুত্বকে জবাই দিতে হবে৷ 

 

উপজেলা চেয়ারম্যান আরো বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে অনুরোধ করেছেন। ।