চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশুদ্ধ পানির সাইন বোর্ড আছে,পানি নাই
সাইন বোর্ড কেএসআরএম এর, পানি নাই -রোগীর এক স্বজন

মো,নুরুল কবির দুলাল 
  
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশুদ্ধ পানির অভাবঃ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশুদ্ধ খাবার পানির সাইন বোর্ড আছে পানি নাই। হাজার হাজার রোগীর পানির জন্য হাহাকার!বাথরুম অপরিষ্কার ও পানির স্বল্পতা।


রোগীদের দূর্ভোগ-ksrm পানির জন্য কাজ করেছিল,কিন্তু সাইন বোর্ডেই সীমাবদ্ধ। চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা অনেক ভালো,কিন্তু অপরিষ্কার টয়লেট ও বিশুদ্ধ খাবার পানির অভাবটাই সকল ভালো কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। যথাযথ কর্তৃপক্ষ জরুরী ব্যবস্থা নিবে এটাই কাম্য।