সীতাকুণ্ডে পোর্টলিংক রোড়ে অবৈধ স্থাপনাতে ডুকে পড়ল কন্টেইনার
পোর্টলিংক রোড়ে কন্টেইনার ডুকে পড়ল সড়কের পাশে অবৈধ স্থাপনায়

ভাটিয়ারী পোর্টলিংক রোড়ে কন্টেইনার ডুকে গেল দোকানেঃ

সীতাকুণ্ডে ভাটিয়ারী পোর্ট লিংক সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে।  
পোর্টলিংক রোড়ে কন্টেইনার ডুকে পড়েছে দোকানে। হতাহতের খবর পাওয়া যায়নি।  
সড়কের পাশে অবৈধ দোকানগুলোই প্রতিনিয়ত আক্রান্ত হয়।
বড় কন্টেইনার ডুকে পড়ে
রাস্তার পাশে এসব দোকানে যদি লোক থাকতো মৃত্যুর কোলে ঢলে পড়তো। তাই ভবিষ্যতে মৃত্যুর মিছিল বন্ধ করতে হলে এসব দোকান বন্ধ করতে হবে। তবে প্রত্যক্ষ্যদর্শীরা বলেন,সড়ক ও জনপদের কর্মকর্তারা আইনি ব্যবস্থা না নেয়ায় প্রতিদিন অবৈধ দোকান হচ্ছে।
এসব অবৈধ দোকান সম্পর্কে সড়ক ও জনপদের দায়িত্বপ্রাপ্ত সেগুনপ্রাসাদ বডুয়া বলেন,এসব অবৈধ দখলদারকে নোটিশ দেয়া হলেও সরেনা। একটু একটু করে দখল করতে করতে রাস্তার উপরে চলে আসছে।তবে এবার কঠিন অভিযান পরিচালনা করা হবে বলে জানান।