রাষ্ট্রপতির বিণয় দেখে অবাক হলাম-কবি,সাহিত্যিক আব্দুল কাইয়ুম নিজামী
মহামান্য রাষ্ট্রপতিকে বই উপহার দেয়ার সময়কার কিছু স্থির চিত্র

মো,নুরুল কবির দুলাল ।
------------------------------  
বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতি-কে আমার রচনাবলী উপহার দেয়ার আগ্রহ প্রকাশ করলে আমার রাজনৈতিক অভিভাবক, মীর সরাই এর মাটি ও মানুষের প্রাণের স্পন্দন সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসন (এম.পি) মহোদয় ব্যবস্থা গ্রহণ করলেন। বইগুলো এতই ভারী যে গাড়ি থেকে নেমে ভেতরে নিয়ে যেতে কষ্ট হচ্ছিল। বইগুলো টেবিলে সাজিয়ে রাখার চেষ্টা করলে মাননীয় রাষ্ট্রপতি হাতের ইশারায় আমাকে বিশ্রাম নিতে বললেন।

সাবেক মন্ত্রী মহোদয়ের দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু তিনি। চা চক্রের ফাঁকে প্রায় এক ঘন্টা ষোল মিনিট বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন। অতঃপর মহামান্য রাষ্ট্রপতি নিজ হাতে কলিংবেল টিপে ক্যামেরাম্যান-কে আসতে বললেন। টেবিল থেকে প্রথমে নিলেন “কবিতায় আল-কোরআনের আলো” তারপর নিলেন “আমেনা মায়ের কোলে” অতঃপর যথাক্রমে “টুঙ্গিপাড়ায় জন্ম তোমার, কন্যার  নাম শেখ হাসিনা এবং হাজার কবিতায় বঙ্গবন্ধু” এবং প্রত্যেক বই এর জন্য পৃথক পৃথক ছবি তুলতে বললেন। সবশেষে আমাদেরকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। আমি মহামান্য রাষ্ট্রপতির বিণয় দেখে হতবাক হলাম।পাশাপাশি সারা জীবন ঋণী হয়ে রইলাম।
আব্দুল কাইয়ুম নিজামীর পোস্ট হতে