বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আইনের আওতায় এনে দেশকে এগিয়ে নিচ্ছেন উন্নত বিশ্বের কাতারে : ভূমিমন্ত্রী
-

সাদ্দাম হোসেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে  জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন,‘১৯৭৫ সালের ১৫ আগস্ট মোশতাক-জিয়া চক্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে থামিয়ে দেয় বাংলাদেশের উন্নয়ন। একুশে আগস্ট তারেক জিয়া গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু তাদের আশা সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আইনের আওতায় এনেছেন আর দেশকে এগিয়ে নিচ্ছেন উন্নত বিশ্বের কাতারে’। প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। গত  শনিবার (২৪ আগস্ট)
বিকালে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এস.আর স্কয়ারে   হলে  শোক সভায় আয়োজন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে,  অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর সঞ্চালনায়,  বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, দক্ষিণ জেলা সা. সম্পাদক মফিজুর রহমান, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, অধ্যাপক আবদুল মান্নান, আবদুল মালেক, হায়দার আলী রনি,  ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ। কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, ১নং বৈরাগ উইনিয়নের চেয়ারম্যান মো. সোলাইমান,আনোয়ারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এএইচএম ওসমান গণি রাসেল,সিআইডি ওয়ার্ল্ড টিভির ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেন  প্রমুখ।চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের শোকসভা সফল করার লক্ষ্যে সমাবেশকে কেন্দ্র করে  বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতা কর্মীরা ব্যাপক প্রস্ততি গ্রহণ করে। বিশাল বিশাল  মিছিল নিয়ে হাজার হাজার নেতা কর্মীরা জাতির জনক হত্যাকারীদের ফেরত এনে ফাঁসি কার্য্যকর, ২১ শে আগষ্টে জড়িতদের বিচার ও ভূমি মন্ত্রীর নামে শ্লোগান দিতে দিতে শিকলবাহা ক্রসিং এস.আর স্কয়ারে শোকসভা যোগদান করেন  নেতা কর্মীরা।