নিখোঁজ সংবাদ, কোন সহৃদয়বান ব্যক্তি দেখতে পেলে যোগাযোগ করার অনুরোধ
হারানো ছেলে শরীফ বাদশাহ

নিখোঁজ সংবাদঃ
মো,বোরহান উদ্দিন, হাটহাজারী।   
মোঃ শরীফ প্রকাশ বাদশাহ (১৩) নামে ছেলেটি সোমবার(২৬আগস্ট) ফটিকছড়ি ভূজপুর থানাধীন মির্জাপুর (টেকের দোকানের পশ্চিমে) শৈলকুপা এলাকার মাইজপাড়ার নুরুল্লাহ মেম্বারের বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়।  
সে সিএনজি চালক আব্দুল মালেকের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
ছেলেটির মা রেহেনা বেগম জানায় স্কুলে যেতে বাবা বকা দেয়ায় রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরে না ফিরে চা দোকান কিংবা বাজেমালের (মুদির দোকান) দোকানে কাজ করবে বলে যাবার সময় বলে যায় এক বন্ধুকে।
কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির খোঁজ পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।
01888-170302
01829-169013