চৌধুরী মুহাম্মাদ রিপনঃ
একাদশ জাতীয় সংসদের ব্যক্তিগত সহকারীদের সংগঠন পার্লামেন্টারি পিএ এসোসিয়েশন বাংলাদেশ এর আহ্বায়ক মনোনীত হয়েছেন ৫০, নওগাঁ ৫ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের ব্যক্তিগত সহকারী এম. আর. হোসাইন জহির। তিনি দশম জাতীয় সংসদে ২৯৯- পার্বত্য রাঙ্গামাটি আসনের মাননীয় সংসদ সদস্য ঊষাতন তালুকদারের
ব্যক্তিগত সহকারী হিসেবে দক্ষতা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করেছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবন সংলগ্ন একটি
রেষ্টুরেন্টে বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের উৎসবমুখর
উপস্থিতিতে জনাব জহির কে আহ্বায়ক ও ১৪- নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য জনাব রানা মোঃ সোহেলের ব্যক্তিগত সহকারী মোঃ আল মামুন কে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী -৫ আসনের মাননীয় সংসদ সদস্য ওবায়দুল কাদেরের ব্যাক্তিগত সহকারী সুকেন চাকমা ছাড়াও দায়িত্ব পেয়েছেন আবু বকর সিদ্দিক শ্যামল (লালমনিরহাট-১), ওয়ারেস (রংপুর -৫), গোকুল কুমার বিশ্বাস (সিরাজগঞ্জ -৬), বি এইচ কান্তার (৩৪১), আরাফাত জাহান বিপ্লব
(ফেনী-২), রানা (নওগাঁ -২), কে এইচ মতিউল ইসলাম সুমন (নোয়াখালী -১), মিজানুর রহমান (ঢাকা -৬)। আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করে জনাব জহির জানান সকল নির্বাচনী এলাকার সহকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও তথ্য বিনিময়ের মাধ্যমে নিজ নিজ এলাকার মাননীয় সংসদ সদস্যগণের উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি জনকল্যাণে নিজেদের সমন্বিত উদ্যোগে এগিয়ে যাওয়া আমাদের মূল লক্ষ্য।