চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর ৪০ তম পূর্ণমিলনী অনুষ্ঠানেঃ বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত
-

চৌধুরী মুহাম্মদ রিপনঃ
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন চট্টগ্রাম সাংবাদিক ফোরাম ৪০ তম পূর্ণমিলনী অনুষ্ঠান চট্টগ্রাম সাংবাদিক ফোরাম আহবায়ক জনাব শিব্বির আহম্মদ ওসমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠতা সভাপতি মঈনুদ্দিন কাদেরী শওকত, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠতা সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুল ইসলাম চৌধুরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত
ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সদস্য সচিব চৌধুরী মুহাম্মাদ রিপন, এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক আফরোজা বেগম জুলি, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক আনিস খোকন, সাংবাদিক আজম খান, সাংবাদিক এমরান হোসেন, সাংবাদিক নুর উদ্দিন, সাংবাদিক সরোয়ার উল আলম,সাংবাদিক আওরঙ্গজেব খান সম্রাট, সাংবাদিক হান্নান রহিম তালুকদার, সাংবাদিক এম জামাল উদ্দিন, সাংবাদিক আরফনুর রহমান, রেজাউল হাসান মিন্টু প্রমূখ। সাংবাদিক তানবীর আহমেদ এর উপস্থাপনায় প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর ৪০ তম পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আপ্যায়নে আয়োজন করেন পটিয়া উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক আফরোজা বেগম জুলি। চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর আয়োজনে কদম মোবারক স্কুল হল রুমে চট্টগ্রাম কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক পর্যায়ে মিলনমেলায় পরিণত হয়। একে অন্যের সাথে কুশল বিনিময় আর আড্ডায় জমে উঠেছিলো পরিবেশ।