ঘোড়াঘাটে ২৬টি গ্রামের ১৪০০ পরিবারকে বিদ্যুতের আলোয় আলোকিত করলেন এম,পি শিবলী সাদিক


ঘোড়াঘাট  থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ দিনাজপুর ঘোড়াঘাটে ২৬টি গ্রামের ১৪শ পরিবারকে  বিদ্যুতের আলোয় আলোকিত করলেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ  এমপি শিবলী সাদিক। তিনি গতকাল রবিবার সকাল থেকে দিন ব্যাপী ঘোড়াঘাট পৌর সভার সাহেবগঞ্জ, মাজার,কালুপুকরু,উপজেলার সিংড়া,কশিগাড়ী,হরিপাড়া আদর্শগ্রাম সহ ২৬টি গ্রামের ১৪০০ পরিবারে প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়নের উদ্বোধন  করেন।

বিদ্যুতায়ন উদ্বোধন  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা নির্বাহী অফিসার টি,এম,এ মমিন, পল্লী বিদ্যুৎ রাণীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম, মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন মন্ডল,সাধারন সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু ও ঘোড়াঘাট কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম আকাশ প্রমখ।