নিজস্ব প্রতিদেক, সীতাকুন্ড । ।
সীতাকুন্ডে জায়গা দখলের উদ্দিশ্যে রাতের আধাঁরে বাগানের ঘেরা-বেড়া ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে বাড়বকুন্ড ইউনয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জায়গার আইনানুগব্যবস্থা গ্রহনের উদ্যোগ নিচ্ছে জায়গার মালিকরা।
জানা যায়, গত কয়েকমাস পূর্বে পাহাড়ে গড়ে তোলা বাগান রক্ষায় ঘেরা-বেড়া দেয় বাড়বকুন্ড দাড়াঁলিয়া পাড়ার মরহুম ছালেহ আহাম্মদের ওয়াররিশরা। এ সময় ঘেরা-বেড়া না দিতে বাঁধার সৃষ্টি করে কতিপয় লোকজন। পরবর্তীতে নানা হয়রানির আশ্রয় নিয়ে ক্ষান্ত হয়ে পড়ে বাঁধা দানকারীরা। কিন্তু এসব ঘটনার কয়েকমাস অতিক্রান্ত হতেই কে বা কারা রাতের আঁধারে বাগানের ঘেরা-বেড়া ফেলে দেয় বলে জানান জায়গারা মালিকরা।
সালেহ আহাম্মদের ওয়ারিশগন বলেন, ‘বন্যা প্রাণীর হাত থেকে বাগানর ক্ষয় কয়েকমাস আগে ঘেরা-বেড়া দেয়া হয়। এ সময়কিছু লোক বেড়ানা দিতে সমস্যার সৃষ্টি করে। আর এসব ঘটনার কয়েকমাস যেতেই গাছ ছুরির উদ্দেশ্যে র্দুবৃত্তরা রাতের আঁধারে বাগানের খুটি ও কাঁটাতারের ঘেরা-বেড়া ফেলে দেয়। এ ঘটনায় থানার আশ্রয় গ্রহন করে আইনিব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তারা।
এ বিষয়ে স্থানীয় মেম্বার জহিরুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে জানা নেই, তবে কেউ অবগতকরলে খোজ খবর নেয়া হবে।