আনোয়ারা প্রতিনিধি । ।
মুজিব শতবর্ষ উপলক্ষে আনোয়ারা ক্রিকেট একাডেমি উদ্যোগে আয়োজিত টি-২০ ক্রিকেট লীগের ট্রপি উন্মোচন ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের সার্বিক সহযোগিতায় এবং সি.ইউ.এফ.এল হাউজিং কলোনির মাঠে টুর্নামেন্টি অনুষ্ঠিত হবে।
আজ (৪ই নভেম্বর) আনোয়ারা উপজেলার সেন্টার বন্দর দেয়াং রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন প্রান্ত হতে প্রায় ১২টিম অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। উক্ত অনুষ্ঠানে আনোয়ারা ক্রিকেট একাডেমি ৮ম বর্ষপূর্তি উদযাপনও করা হয়।
এতে উদয়ন ক্রিকেট একাডেমির হেড কোচ ও আনোয়ারা ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা মুহাম্মদ ফিরোজ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আনোয়ারা ক্রিকেট একাডেমি টুর্নামেন্ট কমিটির সদস্য মুহাম্মদ তৌহিদ, মুহাম্মদ অভি, ইসতিয়াক, মিজান, কাইমুল, আজিজ, রিয়াজ, সাদ্দাম, শাওন ও আরমান সহ প্রমুখ।
মুহাম্মদ ফিরোজ খাঁন বলেন, আনোয়ারা ক্রিকেট একাডেমি উদ্যোগে ১ম বারের মত আয়োজন হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। দূর দূরান্তে থেকে যারা অংশগ্রহণ করেছেন সকলের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আনোয়ারা ক্রিকেট একাডেমি বেশ নৈপুণ্যের সাথে আজ ৮ম বছরের বর্ষপূর্তি উদযাপন করছে। এই একাডেমি এতটুকু আসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে খেলোয়াড়রা। আমাদের উদ্দেশ্য আমরা গ্রাম হতে প্রিমিয়ার লীগের খেলোয়াড় গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা দেখেছি গরীব এতিম বাচ্চারা অভাবের কারণে ছিটকে পরে,তাই আমরা তাদের পাশে আছি।
তিনি আরো বলেন, আপনাদের আন্তরিক সহযোগিতাই একটি সুন্দর ও সুশৃঙ্খল টুর্নামেন্ট উপহার দিতে চাই। সকলেই নিয়ম শৃঙ্খলা মেনে খেলায় অংশগ্রহণ করবেন। পরিশেষে টুর্নামেন্ট ট্রপি উন্মোচনের মাধ্যমে ও আনোয়ারা ক্রীকেট একাডেমির ৮ম বর্ষপূর্তি উদযাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।