সাদ্দাম হোসেন,চট্টগ্রাম প্রতিনিধিঃ যথাযথ মর্যাদা মধ্যে দিয়ে জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ারের আয়োজনে সোমবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. আবদুল আজিজ এর সভাপতিত্বে জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি, আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লায়ন সৈয়দ আবদুল গণি। বিশেষ অতিথি ছিলেন এড. এহচানুল হক,এড.নাছির উদ্দিন, এড.জসীম উদ্দিন,লেখক এম আমিনুউল্লাহ মেজু,মোহাম্মদ নাজিম উদ্দীন সহ দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন,মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ও বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে পাকিস্তানি হানাদার বাহিনী, দেশীয় রাজকার, আলবদর সদস্যরা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের সূর্যসন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। কিন্তু ষড়যন্ত্রকারীরা যে লক্ষ্যে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তাদের সেই দুঃস্বপ্ন বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ আজ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগযোগ ব্যবস্থা, কৃষি, প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ারের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এর পরিচালনায় আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন,এডঃ মিন্টু কুমার নাথ, মাহাবুব আলাম এহতেরামুল হক সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি, আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত হয়।