বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে মাস্ক বিতরণ করলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল জোবায়ের হিমু
-

সাদ্দাম হোসেন :
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষকে সজাগ, সচেতনতা সৃষ্টি, নাগরিকদের দায়িত্বপূর্ণ করে তুলতে ও চট্টগ্রামে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আজ ১৬ ই ডিসেম্বর তথা মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর আগ্ৰাবাদ, বেপারী পাড়া,‌ চৌমুহুনী, দেওয়ানহাট, মনসূরাবাদ পাসপোর্ট অফিস, ওয়াবদার মোড়, বড়পোল ও বারেকবিল্ডিং এলাকায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের হিমু। এ সময় হিমু বলেন, পৃথিবীর বেশির ভাগ দেশ আজ করোনা ভাইরাসে মারাত্মকভাবে বিপন্ন হয়েছে। আমাদের উপর মহান আল্লাহর বিশেষ রহমত ছিল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের ফলে বাংলাদেশ সেভাবে বিধ্বস্ত হয়নি। সবার সম্মিলিত প্রয়াসে এ জাতি যেভাবে মহান মুক্তিযুদ্ধে জয়ী হয়েছিল ঠিক তেমনি ভাবে বাংলাদেশ করোনা ভাইরাসের বিরুদ্ধেও জয়ী হবে; ইন-শা-আল্লাহ্।  

এ সময় উপস্থিত জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার সহযোগী সম্পাদক সাংবাদিক এম. এ. সবুর বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পরিলক্ষিত হচ্ছে। শীত মৌসুমে আরও ব্যাপকভাবে সংক্রমণের আশঙ্কা আছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতেই হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং অল্প সময়ের ব্যবধানে ভালো ভাবে সাবান দিয়ে হাত-মুখ ধুতে হবে।  

আরো উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার সহকারী‌ সম্পাদক সাংবাদিক মোঃ হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী তাজকির আহমেদ ফিরোজ, সাংবাদিক এম. আমিনুল্লাহ মেজু, দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি এম. ডি. এইচ. রাজু, সাংবাদিক মুরাদ আহাম্মেদ শাওন, ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর সিদ্দিক রাজভী, সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মোঃ হাকিম উদ্দিন, রায়হান সোবহান হৃদয়, ইমরুল কায়েস, ডবলমুরিং থানা ছাত্রলীগ নেতা রিশাদ রহমান, আশরাফুল ইসলাম শাকিল, জাওয়াদ হাসান আদীব, রবিউল হোসেন শাওন, আদনান ইসলাম তুহিন, হালিশহর থানা ছাত্রলীগ নেতা মেহেরাজ সিকদার রাজু, জহির উদ্দিন বাবর আদনান, মোঃ মেহেরাজ উদ্দিন অনিক প্রমুখ।