সাদ্দাম হোসেন : চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়ার প্রাণ কেন্দ্র আমির ভান্ডার সৈয়দ আজিজুল মোস্তফা শাহ্ আমিরভান্ডারী(ক.) প্রকাশ ( আজু বাবা) কেবলার মহান ওরশ শরীফ উপলক্ষে ঈদে-এ-মিলাদুন্নবী (স.) ও ছেমা মাহফিল অনুষ্ঠিত।
এতে দেশবরণ্য ওলামায়ে কেরাম ও আউলাদে পাক তাকদির পেশ করেন, সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দীন শাহ্ আমিরভান্ডারী, সৈয়দ মোহাম্মদ লোকমান হাকিম শাহ্ আমির ভান্ডারী। ব্যবস্থাপনায়, আশেকানে আজু বাবা আমির ভান্ডারী ( কেন্দ্রীয় পর্ষদ ) বাংলাদেশ।
গতকাল বুধবার সকাল থেকে শুরু করে রাত ৩টায় পর্যন্ত ওরশ শরীফে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত অনুভক্তরা দলে দলে আসতে শুরু করেছে। এই ওরশ শরীফ কে ঘিরে আমির ভান্ডার দরবার শরীফসহ আশেপাশে গ্রাম গুলোতে আত্নীয় স্বজনের আগমনসহ দেশের প্রত্যকটা অঞ্চল থেকে লাখো ভক্তবৃন্দে মিলন মেলা পরিনত হয়েছে। এতে সারাদিন খতমে কোরআন, ছেমা, জেয়ারত,মিলাদ মাহফিল, জিকির মাহফিলসহ, বিশ্বে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। শেষে আখেরী মুনাজাতসহ তাবরুক বিতরণ করা হয়।
।