মোঃ শহিদুল ইসলম(শহিদ)
চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের আর মাত্র একদিন বাকি থাকতেই নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর প্রতি সমর্থন জানিয়েছে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র মেয়র প্রার্থী খোকন চৌধুরী।
রোববার (২৫ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এ তৃণমূল এনডিএম নেতা।
তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী তার দলের সকল নেতাকর্মীকে আগামী ২৭ জানুয়ারি সারাদিন জননেত্রী শেখ হাসিনা মনোনীত তথা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক নির্বাচনে মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবা্ন জানান। তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা মমোনীত বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিন।