মোঃ শহিদুল ইসলাম (শহিদ)বিভাগীয় প্রতিনিধি চট্টগ্রামঃপাইরেসির থাবায় এদেশের মিউজিক ইন্ড্রাষ্টির অবস্থা হুমকির মুখে পড়লেও চট্টগ্রামের সাড়াজাগানো জনপ্রিয় কণ্ঠশিল্পী জুলির একক মৌলিক এলবাম ‘তুই আমার জীবন’ রিলিজ হচ্ছে আগামীকাল ১ ফেব্রুয়ারী। বরাবরের মত এবারও অ্যালবামটি সাজানো হয়েছে। রাঙ্গামাটির মনোরম লোকেশনে চিত্রায়িত গানগুলোর আউটডোর লুকিং সবার নজর কাড়বে। জনপ্রিয় গীতিকার দেলোয়ার আরজুদা শরফের লিখা এবং অভি আকাশের সুরে ‘তুই আমার জীবন’ গানটির মিউজিক করেছেন আলাউদ্দিন আলো, ভিডিও পরিচালনায় আসাদুজ্জামান আজাদ। ১ ফেব্রুয়ারী থেকে এই মৌলিক গানটি পাওয়া যাবে আজাদ মিউজিক স্টেশন থেকে। এর আগে জননন্দিত এবং দর্শক জনপ্রিয় শিল্পী জুলির প্রথম মৌলিক গান ‘আগুন’ রিলিজ হয়েছিল ২০১৬ সালে আইল্যান্স প্রোডাকশন ইউটিউব চ্যানেল থেকে। এই গানটি দিয়ে জুলি জনপ্রিয়তা পেয়েছিল বেশ। গানটির কথা ও সুর ইকন বাবু, মিউজিক ও ভিডিও আলাউদ্দিন আলো। এছাড়াও বাজারে রয়েছে জুলির দ্বিতীয় মৌলিক গান ‘ক্রাস’। গানটির কথা এম.এ.আলম শুভ, সুর ইকন বাবু, গানটির অডিও করেছেন আলাউদ্দিন আলো, ভিডিও পরিচালনায় এ. বাবুল। গানটি রিলিজ হয়েছে সংগীতা কোং থেকে। জুলির তৃতীয় মৌলিক গান ‘বেলী ফুলের মালা ’র কথা ও সুরে গানটি লিখেছেন কামরুল আযম টিপু, মিউজিক আলাউদ্দিন আলো, গানটির ভিডিও পরিচালনায় ছিলেন আসাদুজ্জামান আজাদ, গানটি রিলিজ হয়েছে আজাদ মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেল থেকে। গীতিকার দেলোয়ার আরজুদা শরফের লিখা আরো একটি গান অডিও সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিও আসবে খুব শীঘ্রই। ‘তোর কথা ভেবে ভেবে’ এই মৌলিক গানের পাশাপাশি শিল্পী জুলি কভার সং করেছেন বেশ কয়েকটি যা ইতিমধ্যে দর্শক ¯ স্রোতাদের নজর কেড়েছে। এগুলো হলো কাংখের কলসী, আইল দারুন ফাগুন ও মিউজিক্যাল ফিল্ম কভার সং রঙ্গিলা মাঝি, ডুয়েট মেসআপ সং ডিরেক্টর আসাদুজ্জামানের সাথে। এছাড়াও চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গানসহ আরো অনেক গান করেছেন শিল্পী জুলি। জুলির মৌলিক গান আরো ১৫ টির মত তৈরি হচ্ছে। একের পর এক ধামাক্কা ও চমক আসবে। জনপ্রিয় শিল্পী জুলির গানে এছাড়াও আগামী ২১ ফেব্রুয়ারী জুলির ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ রিলিজ হচ্ছে। উল্লেখ্য, শিল্পী জুলি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার নির্বাহী সদস্য। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি চলচ্চিত্র নায়িকা কবরী সরোয়ার ও সাধারণ সম্পাদক অরুন সরকার রানা এবং জেলার সভাপতি মাননীয় তথ্যমন্ত্রীর মাতা অধ্যাপক এড. কামরুন নাহার বেগম, সাধারণ সম্পাদক আবুল বশর ও সংগঠনের চট্টগ্রামের মুখপাত্র স ম জিয়াউর রহমান সংগীত বোদ্ধা-পিপাসুদেরকে শিল্পী জুলির ‘তুই আমার জীবন’ গানটি শোনার আহ্বান জানিয়েছেন এবং দর্শক ¯ স্রোতাদের কাছে ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন।