চট্টগ্রাম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মতবিনিময়ে, সাবেক মন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেন এমপি
-

মোঃ শহিদুল ইসলাম (শহিদ) বিভাগীয় প্রতিনিধি চট্টগ্রামঃ বীর চট্টগ্রাম আন্দোলন সংগ্রামে যেমন পুরোধা ভূমিকা রেখেছে তেমনি সংস্কৃতি চর্চায়ও অগ্রণী ভূমিকা রেখেছে চট্টগ্রাম। হাজার বছরের গৌরবময় বাঙালি সংস্কৃতির আধার চট্টগ্রামের লোকজ সংস্কৃতির। ঋদ্ধ সংস্কৃতির ভুবনে বিরাট দখল চট্টগ্রামের লোকজ সংস্কৃতি তথা কবি গান, মাইজভান্ডারী গান, মরমী গান, মারফতি গান, মুরশিদি গান, কাওয়ালী গান, আঞ্চলিক গানসহ নানাধরণের চিরায়ত সংস্কৃতির শাখা প্রশাখা। যুগের আবর্তনে ও ডিজিটাল প্রযুক্তির অবাধ ব্যবহারে আজ এসব সংস্কৃতি হারাতে বসেছে। এসব চিরায়ত সংস্কৃতির পূনঃরুদ্ধারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকে দায়িত্ব নিতে হবে। কারণ চট্টগ্রামের লোকজ সংস্কৃতি বিশ্বব্যাপী সমাদৃত ও অলংকৃত। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার নব গঠিত কমিটির নেতৃবৃন্দ আজ ৩০ জানুয়ারী দুপুর ২টায় নগরীর পেনিনস্যুলা হোটেলের কার্যালয়ে সংগঠনের সভাপতি অধ্যাপক এড. কামরুন নাহার বেগম ও সাধারণ সম্পাদক আবুল বশরের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র সাথে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন। এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামকে বেশ ভালো জানতেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নানা ধরণের গান তিনি গভীরভাবে পছন্দ করতেন এবং সময় পেলে শুনতেন। চট্টগ্রামের সংস্কৃতি হাজার বছরের গর্ব ও অহংকার। চট্টগ্রামের আঞ্চলিক গান ও মাইজভান্ডারী গান আজ দেশের সীমানা পেরিয়ে বিশ্ব মঞ্চেও সমাদৃত ও প্রশংসিত। সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন আরো বলেন, চট্টগ্রামে সাংস্কৃতিক চর্চায় আরো উদ্যোগ নেওয়া হবে। বর্তমান সরকার সংস্কৃতিবান্ধব সরকার। তরুণ প্রজন্মকে দুনীর্তি ও মাদকমুক্ত জীবন গঠনে সংস্কৃতি চর্চায় আত্মনিয়োগ করার গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময়কালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো: জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক ববি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদ স ম জিয়াউর রহমান, মাহাফুজ উল্লাহ চৌধুরী সুমন, সমাজ কল্যাণ সম্পাদক মো: হাসান মুরাদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মো: গোলাম রহমান, অর্থ সম্পাদক কাজী ওমর ফারুক, সহ অর্থ সম্পাদক মাসুমা কামাল আঁখি, প্রচার সম্পাদক সাজেদা বেগম সাজু, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক অধ্যাপক সুমন দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক মো: আমিন চৌধুরী, প্রকাশনা সম্পাদক জামদেশ রাসেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সাগর চন্দ্র দে, ডা: হারাধন দাশ, কার্যনির্বাহী সদস্য জয়া চৌধুরী, কানিজ ফাতেমা প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।