সিজেকেএস এর উপনির্বাচনে  প্রথমদিনে সদস্য পদের ফৱম নিল প্রবীর কুমার ঘোষ
সিজেকেএস এর উপনির্বাচনে  প্রথমদিনে সদস্য পদের ফৱম নিল প্রবীর কুমার ঘোষ

হারুন অর রশিদ। ।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা( সিজেকেএস) সহ-সভাপতি পদে মোঃ হাফিজুর রহমান পদত্যাগ করায়  এবং সদস্যপদ  আব্দুল বাসেত এর মৃত্যুতে শূন্য পদ সৃষ্টি হয়।

গত ১০ এ জানুয়ারি এটিএম সুমমীন আক্তার এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মনোনয়নপত্র প্রথম দিনে সকাল দশটায় সিজেকেএস সহ সরকারি অফিস সচিব আমির হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সদস্য পদে ফরম সংগ্রহ করছেন প্রবীন কুমার ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি পদপ্রার্থী মোঃ হাফিজুর রহমান। এ এস এম সাইফুদ্দীন,সিজেকেএস  ভারপ্রাপ্ত হিসাব রক্ষক  চিরঞ্জিত।

উল্লেখ্য যে, ১ ও ২ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র ক্রয় করে দিন। ৩ ও ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের দিন এবং ১৩ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।