হারুন অর রশিদ । ।
"শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়"। এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন আলোর মাঝির বিনোদন বঞ্চিত শিশুদের নিয়ে শিশু উৎসব সম্পন্ন হয়েছে ।
আজ ১২ই ফেব্রুয়ারি ২০২১ ইং রোজ শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম চিড়িয়াখানা, ফয়'স লেক এ স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মাঝি, চট্টগ্রাম মহানগর এর উদ্যেগে বিনোদন বঞ্চিত শিশুদের নিয়ে শিশু উৎসব পালিত হয়েছে। এসময় শিশুদের মাঝে শিক্ষা উপকরন ও খাবার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোঃ হানিফ মজুমদারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ আল আমিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চিটাগাং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সাধারণ সম্পাদক, আলোর মাঝির উপদেষ্টা মোঃ জামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রেডিসন ব্লুর কর্মকর্তা ও সংগঠনের উপদেষ্টা তানভীর মুরাদ জনি, আলোর মাঝির প্রতিষ্ঠাতা মোহাম্মমদ ইমতিয়াজ বাবলা। এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌরভ, জয়নাল, কমর, শাহরিয়ার রুবেল, নোমান, রায়হান, হাসান, জাহেদ, তানজিম, আলাউদ্দিন, বিউটি, সাইফুল, মারুফ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সুবিধা বঞ্চিত শিশুরা জাতির বোঝা নয়, তাদের সঠিক সুশিক্ষা এবং পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করতে পারলে তারা আগামী দিনের দেশ গঠনের কারিগর হিসেবে গড়ে উঠবে।