সীতাকুণ্ড প্রতিনিধি । ।
সীতাকুণ্ডে কর্মরত অনলাইন সাংবাদিকদের সংগঠন সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের ইংরেজি নববর্ষ ২০২১ এর নতুন ক্যালেন্ডার উন্মোচন করা হয়েছে।
এবারের ক্যালেন্ডারেও স্থান পেয়েছে সীতাকুণ্ডের নয়নাভিরাম পর্যটন স্পট আকিলপুর বীচ ।
১৪ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর নবাব বাড়ি রেস্টুরেন্টে ক্যালেন্ডার উন্মোচন, ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি নব নির্বাচিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু’কে ফুলেল শুভেচ্ছা জানান অনলাইন সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি এর সঞ্চালনায় অতিথি ছিলেন ড. শহীদুল আলম মিন্টু, সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি কায়সারুল আলম, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সহ সভাপতি কাজী আলী আকবর জাসেদ, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য কাইয়ুৃম চৌধুরী, মেজবাহ খালেদ, নাছির উদ্দীন শিবলু, মোহরম আলী সুজন, দিদারুল আলম, এম কে মনির, মুসলেহ উদ্দিন, মো. আলাউদ্দিন প্রমূখ সদস্যবৃন্দ।
এসময় সংগঠনের সাংবাদিকদের কল্যাণে ও সংগঠনের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ তাদের কথা তুলে ধরেন।