সীতাকুণ্ডে সম্পত্তি বিরোধের জেরে মারামারিতে যুবক খুন
সীতাকুণ্ডে সম্পত্তি বিরোধের জেরে মারামারিতে যুবক খুন

সীতাকুণ্ড প্রতিনিধি । ।  

চট্টগ্রামের সীতাকুণ্ডে সম্পত্তি বিরোধের জেরে মারামারিতে খুন হয়েছেন মুরাদ হোসেন (২৮) নামের এক যুবক। গত শুক্রবার দুপুরে মারামারির ঘটনা ঘটলেও দুদিন পর রোববার রাত ১১টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মুরাদ সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সৈয়দপুর গ্রামের মীর বাড়ির আলী হোসেনের ছেলে। ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে স্থানীয় মীরেরহাট দীঘিপাড়ে তাকে দাফন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর গ্রামের মীর বাড়ির আলী হোসেনের সঙ্গে প্রতিবেশী তসলিম উদ্দিন পরিবারের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১২ ফেব্রুয়ারি দুপুরে মুরাদের সঙ্গে তসলিম উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন পায়েলের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পায়েল আহত হয়ে ঘরে আত্মগোপন করলে সেখানে হানা দেয় মুরাদ। সেখানে রান্নাঘরের ধারালো দা দিয়ে মুরাদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পায়েল। মুরাদের পরিবার খবর পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। দু’দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পায়েলের আঘাতেই মুরাদের মৃত্যু হয়েছে। ঘটনার দিন তার পরিবার পায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। অভিযুক্ত পায়েল আত্মগোপন করায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।