দেড় হাজার পিস ইয়াবাসহ সীতাকুণ্ডের ভাটিয়ারীতে যুবক গ্রেফতার
দেড় হাজার পিস ইয়াবাসহ সীতাকুণ্ডের ভাটিয়ারীতে যুবক গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি। ।

সীতাকুণ্ড মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ভাটিয়ারী থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ মোঃ ফিরোজ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সব্ধ্যা ৭টার সময় উপজেলার ভাটিয়ারী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহসড়কের পশ্চিম পার্শ্বে বাস ষ্ট্যান্ডের বাধন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে মডেল থানার এসআই মোঃ আশরাফ ছিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে।

তার শরীরে তল্লাশী চালিয়ে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত ফিরোজ কক্সবাজারের উখিয়া থানার দক্ষিণ রহমতের বিল গ্রামের জাফর আলমের পুত্র।

এব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, গ্রেফতারকৃত ফিরোজের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।