গত ১৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাফুফের আয়োজিত ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগ ১৮ টিমের ফিকচার ড্র অনুস্টিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লীগ কমিটির সদস্য সচিব মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বাফুফের কার্যনির্বাহী সদস্য মহিদুল ইসলাম মিরাজ। বাফুফের কর্মকর্তা জাবেদ বিন তাহের আনসারী। চট্টগ্রাম কল্লোল সংঘের সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন জাহেদ। সমন্বয়কারী হারুন-অর-রশিদ ও টিম ম্যানেজার মোঃ ইমতিয়াজ বাবলা সহ দলের প্রতিনিধিগণ।
আগামী ২৪শে ফেব্রুয়ারি ২০২১ ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে । ১৮ দলকে দুই ভাগে বিভক্ত করে ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।