সীতাকুণ্ড প্রতিনিধি। ।
সীতাকুণ্ড কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ চৌধুরী (৭৮) দীর্ঘদিন অসুস্থ থাকারপর আজ সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যু কালে তিনি স্ত্রী, একমাত্র মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছে।
শনিবার বাদে মাগরীব ছোটকুমিরা নিজ বাড়িতে জানাযা শেষে হাজার মানুষের অশ্রুসিক্ত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রিয় নেতা দিদারুল কবির দিদার,বিএনপি নেতা কামল চেয়ারম্যান, দিদার মাহমুদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, যুগৃম আহবায়ক জহুরুল আলম জহুর,চেয়ারম্যান রেহান উদ্দীন,চেয়ারম্যান মোরশেদ চৌধুরী।
শোক বার্তা : সীতাকুণ্ড উপজেলা বিএনপি নেতা কুমিরা ইউপির সাবেক চেয়ারম্যান জসিম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম, পৌর বিএনপির সভাপতি ইউসুপ নিজামী, সাধারন সম্পাদক সামছুল আলম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল করিম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তযোদ্ধা আবুল মুনছুর, সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মহরম আলী।
।