সীতাকুণ্ডে মসজিদে ঢুকে ইমামকে পেটালো  যুবক
সীতাকুণ্ডে মসজিদে ঢুকে ইমামকে পেটালো  যুবক

সীতাকুন্ড প্রতিনিধি। ।

সীতাকুণ্ডে ৪ নং ওয়ার্ডের ভূঁইয়া পাড়া জামে মসজিদের ইমামকে পিটিয়েছে স্থানীয় এক যুবক। ১ মার্চ সোমবার আছরের নামাজের পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আছরের নামাজ শেষে হঠাৎ এক যুবক এসে ভূঁইয়া পাড়া মসজিদের ইমাম হাফেজ এরশাদ উল্লাহকে পাঞ্জাবির  কলার চেপে ধরে এলোপাতাড়ি কিল ঘুষি দিতে থাকে। এসময় আমার সন্তানকে মেরেছিস কেন বলে মারতে মারতে  চিল্লাতে থাকে যুবকটি। এরশাদ উল্লাহর কোন কথাই শুনতে রাজি হননি এই যুবক।  ঘটনার আকস্মিকতায় হাউমাউ করে কাঁদতে থাকে নামাজ পড়তে আসা পাশ্ববর্তী হেফজ খানার ছাত্ররা। বাচ্চাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে যুবকের হাত থেকে রক্ষা করে ইমামকে।

এদিকে ঘটনা জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মুসল্লিরা। মাগরিবের নামাজের পর  বিষয়টি নিয়ে মুসল্লিরা মসজিদ কমিটির কাছে ক্ষোভ প্রকাশ করতে থাকে। একপর্যায়ে সেখানে ছুটে আসেন ইমামকে পেটানো সেই যুবক।

এসময় সে বলতে থাকে আমার বাচ্চাকে মক্তবে পড়ানোর সময় ইমাম জোরে প্রহার করে। পরে আমার বাচ্চার গায়ে মারের দাগ দেখে আমার মাথা ঠিক ছিলোনা। আমাকে আপনারা ক্ষমা করে দেন। এসময় ইমাম এরশাদ উল্লাহ'র কাছে মাফ চাওয়ার সিদ্ধান্ত হলেও খুঁজে পাওয়া যায়নি ইমামকে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন এলাকাবাসী জানিয়েছেন এর আগেও মসজিদ কমিটির দূর্বলতার কারণে একাধিকবার বিরুপ আচরণের স্বীকার হয়েছিলেন ইমাম এরশাদ উল্লাহ। সর্বশেষ তাঁর গায়ে হাত তোলার দৃষ্টতা দেখানো হয়েছে। হয়তো অপমান সহ্য করতে না পেরে চলে গেছেন তিনি।