অনলাইন ডেস্কঃ
আমাদের জীবন এখন প্রযুক্তিনির্ভর। করোনা আমাদের জীবনকে আরো ঘরবন্দি করে প্রযুক্তির ওপর নির্ভরশীল করে তুলেছে।
স্মার্টফোন, ল্যাপটপ ছাড়া এখন কল্পনা করা যায় না দিন। বাচ্চা থেকে শুরু করে বড়রা- সবার চোখ মোবাইলে আটকে থাকে। কিন্তু বাচ্চাদের এই মোবাইল ফোন থেকে মোহ দূর করিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। তবে প্রশ্ন হলো, প্রযুক্তির এই জোয়ারে কিভাবে আপনার সন্তানকে বইমুখী করে তুলবেন। চলুন জেনে নেওয়া যাক।
১. বাচ্চারা অনুকরণপ্রিয় হয়। বিশেষ করে বাবা-মা যা করে তারা তা-ই করতে পচ্ছন্দ করে। তাই আগে আপনি বই পড়া শুরু করুন। আপনাকে দেখে আপনার বাচ্চাও বই পড়তে উৎসাহ পাবে।
২. সন্তানের বই পড়ায় আগ্রহ জাগাতে তাকে বই পড়ে শোনান। কোনো বই নিয়ে তার সঙ্গে আলোচনা করুন। পড়া হয়ে গেলে গল্প আকারে তাকে বলুন, প্রশ্ন করুন।
৩. বই পড়া শুধু পড়ার জন্য নয়। বই পড়াকে জীবনের অংশ করে তুলুন। আপনার সন্তানের উত্সাহ আছে, এমন বিষয়ের ওপর তাকে বই কিনে দিন। আপনার সন্তান কোনো কিছু কিনে দেওয়ার আবদার করলে তাকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলুন, বই পড়ে তাকে সেই বিষয়ে ধারণা নিতে বলুন।
৪. মহাকাশ বা মিউজিক বা ভূতের গল্প- যা-ই হোক না কেন, যে বিষয়ে আপনার সন্তানের আগ্রহ সে বিষয়ে বই কিনে দিন।
৫. প্রতিদিন কোনো একটা কাজ নিয়ম করে করলে সেটা অভ্যাসে পরিণত হয়। দিনে অন্তত ৩০ মিনিট সময় বের করুন সন্তানের সঙ্গে একসঙ্গে বই পড়ার জন্য। এই সময়টা যাতে তার জন্য রিল্যাক্সিং হয়, সেদিকে খেয়াল রাখুন।
৬. আপনার সন্তান যে বই পছন্দ করে, সেই বই-ই ওকে পড়তে দিন। ইচ্ছার বিরুদ্ধে দিলে ও পড়তে চাইবে না।
৭. ঘরে যেন বই পড়ার উপযুক্ত জায়গা থাকে, সেদিকে খেয়াল রাখুন।
৮. বইয়ের প্রচ্ছদের ওপর গুরুত্ব। বাচ্চারা রংবেরঙের প্রচ্ছদের বই পচ্ছন্দ করে। এ ছাড়া প্রথমে ছবির বই কিনে দিতে পারেন। এতে করে পড়ার আগ্রহ বাড়বে।
সূত্র : টাইম আউট দুবাই।