অনলাইন ডেস্কঃ
বরিশাল জেলার হিজলা উপজেলার মাঠিয়াল গ্রাম থেকে চুরি হওয়া ৩৪টি গরু ও ৪০টি মহিষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের মূলহোতা শাহজাহান রাঢ়ীকে আটক করা হয়েছে। আটককৃত শাহজাহান রাঢ়ী হিজলা থানার মাঠিয়াল গ্রামের মৃত কাজল রাঢ়ীর ছেলে।
বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাতে জেলা পুলিশ থেকে পাঠানো ই-মেইল বার্তায় জানানো হয়, শাহজাহান রাঢ়ী তার সংঘবদ্ধ চোরচক্রের সদস্যদের মাধ্যমে বরিশাল, ভোলা, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে গবাদিপশু চুরি করে এনে হিজলা থানার ধুলখোলা ইউনিয়নে মাঠিয়াল গ্রামে রাখতো।
পরবর্তীতে সেখান থেকে পর্যায়ক্রমে গবাদিপশুগুলো বিক্রি করা হতো।
।