চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ মঞ্জুর আলম মঞ্জু আর নেই 
চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ মঞ্জুর আলম মঞ্জু আর নেই 

হারুন অর রশিদ । ।

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ আবাহনীর সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু বুধবার (১০ মার্চ ) সকাল ৮টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।  জানা গেছে, দীর্ঘদিন ধরে মঞ্জুর আলম মঞ্জু কিডনি ও ডায়াবেটিসের জটিলতায় ভুগছিলেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নাসির মিয়া জানিয়েছেন, ১০ মার্চ বাদ আসর তার প্রথম নামাজে জানাজা কাজির দেউড়িস্থ এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।  পরে কদমতলি মহল্লা কমিটি মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে বাইশ মহল্লা কবরস্থানে দাফন করা হবে।

এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীরসহ দু্ই ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মহরমের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি ও মুক্তকণ্ঠ গ্রিনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ সদস্যসচিব আলী আহমদ সভাপতি মশিউর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ।

পৃথক পৃথক বিবৃতিতে গভীর ভাবে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করেন।।