নূরুন্নবী আলী । । লন্ডন ;
আমেরিকার যান্ত্রিক জীবনের ব্যস্ততা , কোলাহল ছেড়ে একটি দিনের জন্য স্বপরিবারে প্রাকৃতিক সৌন্দ্যর্য উপভোগ ও পিকনিক আনন্দে মেতে উঠার প্রয়াসে যুক্তরাষ্টে অবস্থানরত বখতিয়ার সোসাইটির অধিবাসীদের সংগঠন বখতিয়ার সুন্নী সোসাইটি অব নর্থ আমেরিকা ইনক ‘ র বাৎসরিক আয়োজন পিকনিক বা বনভোজন গত ২৬ আগস্ট কোভ ইসল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয়ে গেল । এতে বিশেষ আমন্ত্রিত মেহমান ছিলেন , হালিশহর দরবার শরীফের হুজুরের তৃতীয় সাহেবজাদা সৈয়দ মিজানুর রহমান ।
বখতিয়ার আমেরিকা প্রবাসীদের বিপুল উৎসাহ , উদ্দীপনায় স্বপরিবারে প্রাণের আনন্দে মেতে উঠেও প্রিয় বখতিয়ার সোসাইটির কথা ভুলেনি কেউ , সাম্প্রতিক সময়ে আমাদের বখতিয়ার পাড়ার কলেজ পড়ুয়া তরুণ ভাই ইরফান গফুরের চিকিৎসার সাহায্যে তহবিল সংগ্রহ , বিশেষ দোয়া মোনাজাত করা হয় । উল্লেখ্য যে বখতিয়ার সোসাইটি নর্থ আমেরিকা ইনক বাংলাদেশ , চট্টগ্রাম তথা আনোয়ারার যে কোন দূর্যোগ ও সামাজিক , মানবিক কাজে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসেন । তাছাড়াও প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বখতিয়ার পাড়া শাহী আকবরী জামে মসজিদ ও হযরাত চারপীর আউলিয়া ( রাঃ ) মাজার শরীফ কেন্দ্রিক নূরানী , ফোরকানিয়া , এতিমখানা পরিচালনা সহ নানা ধর্মীয় আয়োজন করে থাকেন । আমন্ত্রিত অতিথিগণ বখতিয়ার সুন্নী সোসাইটি অব নর্থ আমেরিকা ইনক ‘র উত্তরোত্তর সাফল্য কামনা করেন । সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে আমাদের তরুণ ভাই ইরফান গফুরের আশু রোগমুক্তি ও চিকিৎসায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রিয় বখতিয়ারবাসী কে জানিয়ে দেন যে বখতিয়ার সোসাইটির শিক্ষা , চিকিৎসা , সামাজিক ও মানবিক যে কোন মহতী কাজে বখতিয়ার সুন্নী সোসাইটি অব নর্থ আমেরিকা ইনক পাশে থাকবে ।