মীরসরাই প্রতিনিধি। ।
মীরসরাইয়ের আবুতোরাবে লুটপাট মামলার আসামি সাবেক ছাত্রদল নেতা সুলন গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। হিন্দু মুসলিম সকলেই আনন্দের জোয়ারে ভাসছে। ইয়াবা সুলনের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন সর্বস্তরের জনগণ। কখনো মন্ত্রীর লোক কখনো উপজেলা আওয়ামীলীগ সভাপতি কিংবা ইউপি চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও মাদকের রাজ্য হিসেবে পরিচিত করে তুলেছিল। এবার শেষ রক্ষা হলো না ইয়াবা সুলনের, মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতোরাব বাজার থেকে ইট-কংক্রীট লুটপাট মামলায় সাবেক ছাত্রদল নেতা আজমল হোসেন সুলন প্রকাশ ইয়াবা সুলন গ্রেফতার হয়ে কারাগারে পৌঁছেছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত কয়েকমাস ধরে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার আবুতোরাব এলাকায় চুরি, ডাকাতি, লুটপাটের ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফ এন্টারপ্রাইজ এর ইট ও কংক্রিট লুট করে নিয়ে যাওয়ার সময় ইট বোঝাই ট্রাক সহ দু'ব্যক্তিকে গ্রেফতার করে থানা পুলিশ।পরে গ্রেফতারকৃত দু'ব্যক্তির স্বীকারোক্তি মতে বেশ কয়েকজনের বিরুদ্ধে লুটপাটের মামলা হয়।আজ ১১ মার্চ বৃহস্পতিবার ঐ লুটপাট মামলার আসামি আজমল হোসেন সুলনকে গ্রেফতার করে মীরসরাই থানা পুলিশ। তবে ঐ লুটপাট মামলার আসামি সুলন সাবেক ছাত্রদল নেতা হলেও তাকে ছাড়িয়ে নিতে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান তদবির চালাচ্ছেন এবং স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নাম ব্যবহার করে ছাড়াতে তদবির করে ব্যর্থ হয়। ইয়াবা সুলনের সহযোগীদের আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও প্রকৃত আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আজমল হোসেন সুলন প্রকাশ ইয়াবা সুলনের বিরুদ্ধে ৫টি মামলার তথ্য পাওয়া গিয়েছে, সিআর মামলা নং ১২৩/২১-২৩/২১-২৪/২১-২৬/২১ ছাড়াও মীরসরাই থানায় সাংবাদিককে মেরে রক্তাক্ত করার অভিযোগে মামলা ও গাড়িসহ মালামাল লুটপাটের মামলা রয়েছে বলে জানিয়েছেন মীরসরাই থানার এসআই মাকসুদ।
ইয়াবা সুলনের বিরুদ্ধে মাদক ব্যবসা,লুটপাট ছাড়াও সনাতন ধর্মালম্বীদের জমি জবর দখল করে রাখার অভিযোগ রয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন আওয়ামীলীগের কিছু নেতা এই ছাত্রদল ক্যাডারকে ব্যবহার করে রাজত্ব কায়েম করেছে। মীরসরাই উপজেলা আওয়ামীলীগের অভিভাবক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যেসব আওয়ামীলীগ নেতা গাড়ি পোড়ানোর দাগী সন্ত্রাসী ডাকাতদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদের কে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হউক।