সাতকানিয়া প্রতিনিধি। ।
চট্টগ্রামের হাটহাজারীতে এক মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের পর এবার সাতকানিয়ায় একটি মাদরাসায় পড়া না পারায় ৪ শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া রংগিপাড়া হেফজখানা ও এতিমখানায় এই ঘটনা ঘটে। পরে শনিবার (১৩ মার্চ) বিকেলে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ কামরুল হাসানকে (২৬) আটক করেছে পুলিশ।
শিক্ষকের নির্যাতনের শিকার ৪ শিক্ষার্থী হল রঙ্গিপাড়ার আবু তাহেরের ছেলে মো. আবদুল্লাহ আনাস (৭), মো. মিনহাজের ছেলে মো. সিয়াম (৬), বারদোনা এলাকার প্রবাসী আবদুল আজিজের ছেলে মো. সাকিব (১০) ও লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের হাদুরপাড়ার শহিদের ছেলে মো. সিয়াম (৭)। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘গারাংগিয়া রংগিপাড়া হেফজখানা ও এতিমখানার চার শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গুরুতর আহত আব্দুল্লাহ নামে এক শিশু শিক্ষার্থীকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। সেই শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগ পেয়ে শিক্ষক কামরুলকে আটক করা হয়েছে।’
স্থানীয়রা জানান, পড়া না পারার অভিযোগে মাদরাসা শিক্ষক কামরুল ইসলাম ৪ শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে।