অনলাইন ডেস্কঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রতিবেশী এক নারীকে কৌশলে অপহরণ করে ১০ দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে শালিকা গ্রামের এক সন্তানের জনক মানিক ওরফে কটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, প্রায় দেড় বছর আগে শালিকা গ্রামের এক দিনমজুরের সুন্দরী মেয়ের পাশের গ্রাম মুচাইনগরে বিয়ে হয়েছে। গত বুধবার (২ জুন) ওই গৃহবধূ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিল। বেলা ১১টার দিকে শালিকা মোড়ে পৌঁছলে একই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে ১ সন্তানের জনক মানিক ওরফে কটু মোটরসাইকেলে তাকে শ্বশুরবাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইলে নিয়ে যায়।
দশমাইলের মহর আলীর বাড়িতে নিয়ে গিয়ে ১০ দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে গত ২ জুন মোটরসাইকেলে নিয়ে ভালাইপুর মোড়ে নামিয়ে দেয়। সে সময় ফ্লেক্সিলোড দিতে যাচ্ছে বলে সটকে পড়ে। নির্যাতনের শিকার গৃহবধূ বাড়ি ফিরে এ অপহরণ ও আটকে রেখে ধর্ষণের কথা জানায়।
এ বিষয়ে নির্যাতিত গৃহবধূর বাবা আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিলে আসামি মানিক ওরফে কটুকে গতকাল শুক্রবার ভোরে পুলিশ আটক করেছে।